সারাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান । বিক্ষোভ , সমাবেশ, মিছিল, মিটিং, হরতাল, ভাংচুর, মারামারি, গোলাগুলি, যেন খুব সাধারন ঘটনা । Party যখন বিরোধী দলে থাকে তখন সরকারের প্রত্যেকটা পদক্ষেপেই বিরোধিতা করাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে । আর সরকারী দলে যে থাকে তার কাজই হল বিরোধী দলের প্রত্যেকটা কর্মকান্ডই অযৌক্তিক প্রমান করা । এটাই হল এখনকার রাজনীতি । রাজনীতি বলতে আমরা এখন এছাড়া কিছু দেখতে পাই না । সবচেয়ে দুঃখের বিষয় আমরা খুব দ্রুত ভুলে যাই । বিরোধী দল এক সময় কি করেছে তা আমরা সবাই জানি । সরকারী দল এখন তার প্রতিশোধ নিচ্ছে । বিরোধী দল যখন ক্ষমতায় আসবে তখন তারাও একই ভাবে প্রতিশোধ নিবে । তাহলে আমাদের দেশের রাজনীতি কি এখন তাহলে প্রতিশোধের রাজনীতিতে পরিণত হচ্ছে ? ঠিক তাই । দুই দলই এখন প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত । এই দুই দলের পক্ষে যখন Positive হওয়া সম্ভবই না তখন আমাদের ৩য় দলের প্রয়োজন দেখা দিয়েছে । নইলে দেশ এখন যতটা বিপর্য্যের মধ্যে আছে তা আগামীতে বেড়ে চরমে পৌঁছুবে ।
আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমছে সেখানে আমাদের দেশে ৩ মাসের মধ্যে দুইবার দাম বাড়ানো হল । গ্যাস তো আমাদের নিজস্ব সম্পদ । তাহলে গ্যাসের দাম কেন বাড়ানো হল ? সরকার এমন দুটি পণ্যের দাম বাড়াল যার ফলে দেশের প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে যাবে । এই সময়ে তারা এমন কাজ কেন করল ? এটি খুব বড় একটি জিজ্ঞাসা । কারণ তারা নিশ্চয়ই জানে এতে দেশের কতটা ক্ষতি হবে । তারপরও তারা কাজটি করল । কেন ? এটা কোন ভাবেই মেনে নেয়া জায় না । নিশ্চয়ই না । আগামীকাল বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল । এতে ক্ষতিটা তো আমাদের হচ্ছে তাদের না । জনগণকেই এখন নিজের দেশ বাচাতে হবে । সরকার এবং বিরোধী দল কেউ আর এখন জনগণের জন্য নয় । তারা যা করছে তা তাদের নিজেদের সার্থেই । তাদের দলাদলিতে মরছে জনগণ । তাই আমি মনে করি জনগণের জন্য একটা বিরাট পরীক্ষা এই দেশকে বাঁচানো ।
No comments:
Post a Comment
স্পাম থেকে বিরত থাকুন । কোন লিংক গ্রহন যোগ্য নয় ।