Home | Menu | Poem | Jokes | Games | Science | Biography | Celibrity Video | Dictionary

এই ঈদে আপনার যা করনীয়



আসছে ঈদে সবারই কম বেশি কেনা কাটা করা প্রয়োজন । বাবা-মা, ভাই-বোন, শশুর-শাশুড়ি, শালা-শালি এমনকি বাড়ির কাজের লোকের জন্যও কেনা-কাটা করতে হয় । এটা মুসলমানদের রেওয়াজ । পরিবারের সবাই
মিলে কেনা-কাটা করতে যাওয়ার মজাই আলাদা । এ সময় ছোটদের চোখে চোখে রাখা প্রয়োজন । এ সময় বাচ্চা হারানোর মত অপ্রীতিকর ঘটনা পুরো ঈদকেই মাটি করে দিতে পারে । তাই সাবধান থাকুন ।


কেনা কাটা

(১) প্রথমত বাজেট নির্ধারণ করুন ।

(২) যা যা কিনতে চান তার একটি তালিকা তৈরি করুন ।

(৩) সম্ভব হলে সবাই মিলে মার্কেটে যান । তাতে সময়টা আনন্দে কাটবে ।

(৪) কেনার সময় আগে জিনিস পছন্দ করুন । তারপর বাজেটের মধ্যে রেখে দামাদামি করুন । দাম পছন্দ না হলে অন্য দোকানে ঘুরে ঘুরে সময় নিয়ে দেখুন ।

(৫) প্রতিটা আইটেম কেনার পর বাজেটের সঙ্গে মিলিয়ে দেখুন । কোনটাতে দাম বেড়ে গেলে বাজেটের সঙ্গে ব্যালেন্স রাখার চেষ্টা করুন ।

(৬) শেষ কথা হল কেনার সময় সবার সাথে পজিটিভ আচরণ করুন । রাগ হলেও চেপে গিয়ে মোলায়েম হাসি উপহার দিন । বলা যায় না, তাতে দাম কমেও যেতে পারে ।