Home | Menu | Poem | Jokes | Games | Science | Biography | Celibrity Video | Dictionary

কে ধরবে বাংলাদেশের হাল ?

বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তাতে কে পারবে হাল ধরতে । শীর্শ দুই দলের কারো পক্ষেই যে সম্ভব না তা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে । বিরোধী দল সুযোগ খোঁজে হরতাল দেয়ার । সরকারী দল তা অযৌক্তিক বলে দাবি করে । আবার সরকারী দল বিরোধী দলে গেলে একই ঘটনার পুনরাবৃত্তি হয় । এখনো দুই দলই সন্ত্রাসীদের ব্যাবহার করে একে অপরের উপর খোলামেলা ভাবে । হল দখল তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । হল দখল মানে দেশ দখলের সমান । কারণ ছাত্রদের দিয়ে যে কোন কাজ করানো যায় । কারণ ছাত্রদের চিন্তার গভীরতা থাকে কম । নেতারা যা বলবে ছাত্ররা তাই বড় ভাইয়ের জন্য করবে । পুলিশে ধরলে ছাত্রের বাপ থানায় গিয়ে সারারাত মশার কামড় খেয়ে ছেলে ছাড়িয়ে আনবে । নেতারা পরে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলবে "রাজনীতি করলে এমন হয় ।" এদিকে ঐ ছেলের পরিবার ধ্বংস । পুলিশের ঘুষ দিতে গিয়ে বাপের হয়ত ধার করতে হয়েছে । সেটা শোধ দিতে গিয়ে তার মাথা খারাপ হওয়ার দশা । ছেলে গালাগালি খেয়ে চিন্তা করে কিভাবে টাকা শোধ করা যায় । তখন কেউ কেউ হয়ত বাধ্য হয়ে হাতে তুলে নেয় অস্ত্র । এরপর সে কোন একদিন পরে যায় অস্ত্র মামলায় । পড়াশোনা বন্ধ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আশা জলাঞ্জলি । ছেলে পালিয়ে বেড়ায় । মায়ের দুশ্চিন্তায় ঘুম হয় না । বাপ ছেলের নাম শুনতে পারে না । নেতারা এসময় মদ খায় জুয়া খেলে মেয়েছেলে নিয়ে ফুর্তি করে । এরকম হাজার হাজার পরিবার আছে । যা সবাই জানে ।

শুধু তাই না প্রতিটা এলাকাতে ক্ষমতা জাহির করতে গিয়ে প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও একজন দুইজন আহত বা নিহত হওয়ার খবর পত্রিকা টিভি চ্যানেল ছাড়াও অন্যান্য মিডিয়াগুলোতে পাওয়া যায় । আবার এইসব সন্ত্রাসীরা পুলিশের সামনে দিয়েই খোলামেলা ভাবে চলাফেরা করে । প্রশাসন নিশ্চুপ । কারণ ঐ সন্ত্রাসী হয় সরকারী অথবা বিরোধী দলের ।

এভাবেই চলছে আমাদের সোনার দেশ । তাহলে কে ধরিবে হাল কে তুলিবে পাল কে টানিবে দাঁড় কে দেখাবে পথ আর কে জ্বালাবে আলো । জিজ্ঞাস করলে দেখবেন সাহায্যের হাতের কোন অভাব নেই । বলবে আমি পারব আমি করব আমি জ্বালব আলো । তাদের ব্যাকগ্রাউন্ড দেখুন সন্ত্রাসী কালোবাজারি ঋণখেলাপি ও সুবিধাবাদি । সত্যিকারভাবে দেশ চালানোর যোগ্যতা আসলে কার আছে ? আপনি জানেন কি ? বলতে পারবেন একটি নাম ? মাত্র একটি নাম ।

পরিশেষে শুধু একটি কথাই বলতে চাই, তেমন যদি সত্যিই কেউ থেকে থাকেন দয়া করে সামনে আসুন । সাহস করে বলুন আমি পারব । জীবন যায় যাক আমি করব আমি পারব । আছেন কেউ তেমন বাপের ব্যাটা ! যদি থাকেন তবে দেখিয়ে দিন বুড়ো আঙ্গুল তুলে, বলে দিন তাদের ছাড়াও এখনো অনেকেই আছেন যারা চাইলেই তাদের চেয়ে হাজার গুণ ভাল দেশ চালাতে পারেন ।